মোঃ সালাউদ্দিন:- ‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকল ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর পৌর টাউনহলে জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।
সমাবেশের শুরুতে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল পাহাড়ের উন্নয়ন ও শান্তি রক্ষায় এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “সম্প্রীতি রক্ষার জন্য পারস্পরিক সম্মান ও সহযোগিতা অপরিহার্য।
সংঘাত ও সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। জুলাই-আগস্টের ঘটনায় শান্তি বজায় রাখায় খাগড়াছড়ি জেলাবাসীকে ধন্যবাদ জানান তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পাহাড়ে সব ধরনের সহায়তায় পুলিশ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দুষ্কৃতিকারী যেই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তির হুশিয়ারী দিয়ে স্থানীয়দের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
তিনি আরো বলেন,মানবতার ধর্মে কখনো জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের স্থান নেই।
এসময় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ তথা বিশ্বের মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
খাগড়াছড়ি একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য পাহাড়ি ও বাঙালির মধ্যে সুসম্পর্ক স্থাপন করে এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম সহ খাগড়াছড়ি পার্বত্য জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলার সকল ধর্মের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং জেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।