মামুনুর রহমান,ষ্টাফ রিপোর্টার পাবনা: ১৬ বছর স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারিনি। গ্রামের গন্ড মূর্খ ব্যক্তিও ওলামা ইকরামের মুখ থেকে মাইক কেড়ে নিত। এখন ওলামারা স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার । গতকাল রাতে ঈশ্ব্বরদী ইপিজেড গেটস্থ ব্যবসায়ী সমিতি আয়োজিত তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইসলামের প্রথম খলিফা আবু বক্কর (রা:) এর বংশধর ও ফুরফুরা দরবার শরীফের গদ্দিনশীন পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। এসময় সহকারী অধ্যাপক মাওলানা মুহা: আব্দুল গাফ্ফার খান, মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আহমাদ, ব্যবসায়ী আহসান আলী খান আরজু, ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরও বলেন, একটা ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ এসে আমাদের উপর চেপে বসবে সেটা শয্য করা যাবেনা। অন্যায়কে কখনও শয্য করবেননা,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবেন। শহীদের রক্ত অপেক্ষা কলমের কালি উত্তম। শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিবেন যাতে মহান আল্লাহ্ নৈকট্য লাভ করা সহজ হয়।