মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০৬/১২/২০২৪ ইং
আত্মশুদ্ধি, প্রেম ও দেহতাত্ত্বিক ভাবনা নিয়ে বৈঠকি ও পালা গানের আসর অনুষ্ঠিত হয়ে গেলো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের মো. আব্দুর সাত্তার পীর সাহেবের বাড়ীতে। গত সোমবার রাতব্যাপী ডায়া গ্রামের প্রয়াত ফাতেমা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই আত্মশুদ্ধি, বাউল ও পালা গান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে দেশ বরেণ্য বাউল শিল্পী মানিকগঞ্জের হেলাল সরকার বেলায়াতের ভূমিকায় আর টাঙ্গাইলের মহসিন সরকার নবুয়তের ভূমিকায় অংশ নেয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো. আক্তারুজ্জামান খোকন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আইড় মারা ফকির হাটি হযরত নকুল উদ্দিন সাসাব এর ভক্ত মো. আব্দুর সাত্তার পীর সাহেব। তিনি জানান-অসাম্প্রদায়িক মনোভাব, জাতিবর্ণ ভেদাভেদ ও সমাজে সামাজিক সম্প্রতি গড়ে তুলতে এই ভাব বৈঠকি পালা গানের আয়োজন করা হয়। বাবু ঠাকুরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতেই বাদ্যযন্ত্রে দেশিয় গানের সুর ঝংকার তুলে অনুষ্ঠানের সূচনা করেন যন্ত্র শিল্পীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও অনুরাগীদের গানে গানে মাতিয়ে রাখেন বাউল শিল্পীর। অনুষ্ঠানে বাউল অনুরাগী হাজারো ভক্ত নর-নারী উপস্থিত ছিলেন।