দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে ঘোড়াপা গ্রামের জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
পুরাতন মসজিদটি ভেঙ্গে ফেলে নতুন করে ৩তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করার লক্ষ্যে শুক্রবার (৬ডিসেম্বর) সকালে মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন, বাগজানা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব নাজমুল হকএবং ধরঞ্জি ইউনিয়ন চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ মন্ডল, ইউপি সদস্য তোরাব হোসেন, শাহ সুফি আলাউদ্দিন নুরী এতিমখানা মাদ্রাসার সভাপতি আবু হুরায়রা বিদ্যুৎ,মসজিদ কমিটির সাবেক সভাপতি ফজলুল হক,আব্দুল মতিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবু সকল ধর্মপ্রাণ মানুষদের মসজিদ নির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান জানান। ঘোড়াপা গ্রামে পুরাতন জামে মসজিদটি ভেঙ্গে দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। দান পাঠানোর ঠিকানা ব্যাংক হিসাব নম্বর-20507776800488748, ইসলামী এজেন্ট ব্যাংক বাগজানা শাখা পাঁচবিবি , জয়পুরহাট ।
ভিত্তি প্রস্তর শেষে দেশ-জাতির কল্যাণে এক বিশেষ মুনাজত পরিচালনা করেন, ঘোড়াপা শাহ-সুফি আলাউদ্দিন নুরী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মাওলানা আনোয়ার হোসেন।