মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া):- বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে অবস্থিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে বৃহস্পতিবার( ৫ই ডিসেম্বর) সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী সুমন শেখ এর সভাপতিত্বে ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহতামিম মুফতি মুহাম্মাদ উমর ফারুক এর সঞ্চানালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া এহসান এয়ার ট্রাভেল এর পরিচালক আলহাজ্ব তইয়ব খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ মারুফুর রহমান, মুফতি আইয়ুব বিন মঈন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, অত্র মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, আতিকুর রহমান, শরিফুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, হাফেজ আনাস মাহমুদ, অত্র মাদ্রাসার পরিচালক আবু হানিফ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।