আজ ৬ই ডিসেম্বর শুক্রবার, সকাল হতেই এলাকার মানুষের চক্ষু চড়ক গাছ, পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর এলাকার , পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শেরবাজে পাশাপাশি দুটি মন্দিরের চুরি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে,
শেরবাজে মা শীতলা নারায়ণ মন্দির , রাতের অন্ধকারে চুরি হয়ে গেল , প্রণামী বাক্স ভেঙে, দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেল প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা, সকালবেলা মন্দিরে পুজো করতে এসে দেখে তালা ভাঙ্গা রয়েছে, একি অবস্থা মন্দিরে প্রণামী বক্স ভেঙে চুরি করে নিয়ে গেল, এই নিয়ে এলাকায় শোরগোল পড়েছে।
পরপর দুটি মন্দিরের চুরি হওয়ায় এলাকাবাসী বিতস্ত, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তালা ভেঙ্গে মন্দিরে ভিতরে ঢুকে পড়ে, কে বা কারা করেছে সঠিক জানা যায়নি, পুলিশে খবর দেন, প্রশাসনের অফিসার ঘটনাস্থলে আসেন এবং প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, তাহাদের দাবী পরবর্তীকালে এমনটা যাতে না ঘটে প্রশাসন যেন নজর দেন,
এলাকাবাসীরা জানান এর আগে কোনদিনও এই ধরনের ঘটনা ঘটেনি, সবাই হতবাক এরকম একটি ঘটনা ঘটায়। একই সাথে দুটি মন্দির চুরি হওয়ায়, পুলিশ তদন্ত করে দেখছি, সকাল থেকেই ভীড় জমায় মন্দিরের সামনে এলাকাবাসী।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, ভারত