উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার। নড়াইল সদর উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকার কুনিয়া তারগাছা এলাকা থেকে আসামি বিল্লাল শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নড়াইলে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত মাসের (২৩ নভেম্বর) শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।
আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিলসহ আরও অনেকে। এ সময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, আসামি বিল্লাল শেখকে ২০১৮ সালের একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় দু’মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। এছাড়া তার নামে একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।