মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
“আপনার শিশুর সার্বিক মেধা বিকাশে, সুনিশ্চিত ভবিষ্যতের আশ্বাস” এই স্লোগান,
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে আত- তাওহীদ একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। মাহবুব হোসেনের সঞ্চালনায়, সভাপতি শায়েখ মাওলানা জনাব শফিকুল ইসলাম প্রিন্সিপাল আল মাদ্রাসাতুস সালাফিয়া, উপস্থিত ছিলেন আত -তাওহীদ একাডেমীর পরিচালক জনাব জহুরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শায়েখ সাইদুর রহমান মাদানী সুলতানগঞ্জ, গোদাগাড়ী রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আজিজ প্রধান শিক্ষক দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়, জনাব মাওলানা নইমুদ্দিন সাবেক শিক্ষক দেবীনগর দাখিল মাদ্রাসা, জনাব মামুনুর রশিদ সভাপতি প্রগতি সংঘ জনাব মোঃ মাইনুল ইসলাম সমাজ সেবক ও উপস্থিত ছিলেন ২০২৫ সালের আত তাওহীদ একাডেমির প্লে হতে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী অভিভাবক মা ও বাবারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
আত তাওহী একাডেমীর শুভ উদ্বোধন কালে পরিচালক জনাব জহুরুল ইসলাম বলেন মেধাবীর কাছে আত- তাওহীদ একাডেমীর কোন বিকল্প নাই, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদেরকে করে গড়ে তুলতে হলে আত- তাওহীদ একাডেমিতে সুন্দরভাবে ডে নাইট ও আবাসিক ভাবে লেখাপড়ার সুযোগ করে দিচ্ছি আপনারা আমার প্রতি আস্থা রাখেন,বলে সকল অভিভাবক কে প্রতিশ্রুতি দেন।