1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ৫ জন আহত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ম্যাটসের নাম পরিবর্তন করে ‘মেডিকেল ইন্সটিটিউট, নাম দিয়েছে শিক্ষার্থীরা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার-১, রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির শাহজাদপুরে বিএনপি’র কান্ডারী ও অভিভাবক ড. এম এ মুহিতকে সামনে রেখে কর্মী হয়ে বিএনপি’র নেতাকর্মীদের সেবা করতে চাই নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু দুর্ভিক্ষে মানুষ কচু ঘেচু আটার ঝাউ তৈরী করে খেয়েছেঃ আবু বক্কার রঞ্জু বান্দরবান সুয়ালক ইউনিয়নের তুলাতলী এলাকায় আওয়ামী ফ্যাসিষ্টদের দোসর কতৃক চাঁদাদাবী ও কাজে বাঁধাদানের প্রতিবাদে মানববন্ধন শিবচরে হাইটেক পার্ক প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি

মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের ৫ জন আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়িকাদম গ্রামের অবসরপ্রাপ্ত সেনা অফিসার মোস্তাফিজুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মো: শফির উদ্দিন অভিযোগ করে জানান, প্রতিবেশী মৃত খুঁজুল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের ছেলে আহসান হাবীব শামীম ও শাহিনের নেতৃত্বে একদল ভাড়াটে গুন্ডাবাহিনী তার নামীয় এবং দীর্ঘদিনের ভোগ দখলীয় নিষ্কণ্টক সাতখানার মৌজার ৯১ খতিয়ানের ৬ নম্বর দাগের ৩২ শতাংশ গম ক্ষেত ঘাস নিধন বিশ প্রয়োগে মেরে ফেলে এবং হেরো দিয়ে জোর পূর্বক চাষ দেওয়ার সময় ব্যাপক সংঘর্ষ হয়।

এতে শফির উদ্দিনের বৃদ্ধা স্ত্রী মফিজা আহমেদ, পুত্রবধূ সাহিনা আক্তার, ভাগ্নেবৌ বিউটি আক্তার, ভাগিনা আব্দুস সালাম এবং প্রতিপক্ষ শহিদুলের ছেলে শাহিনুর ইসলাম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরাসহ জমি মালিক দাবিদার শফির উদ্দিন মাষ্টার জানান ৫ ডিসেম্বর’২০২৪ দুপুরে আহসান হাবিব শামীম, শাহীন ও তাদের বাবা শহিদুল ইসলাম ভাড়াটে গুন্ডাবাহিনী সাথে নিয়ে হেরো দিয়ে জমি চাষ দেয়ার সময় মাষ্টারের ছেলে জিয়াউর রহমান বাধা দেয়, এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়, এক পর্যায় জিয়াউর কে তারা ঘিরে ফেলে, কিল ঘুষি মারতে থাকে, তাকে উদ্ধারের জন্য তার বৃদ্ধা মা মফিজা আহমেদ সহ অন্যন্যরা উপস্থিত হলে শামীম সবাইকে এলোপাথারি লাঠিপেটা শুরু করলে জিয়া, মফিজা আহমেদ, সালাম, শাহিনা এবং তার ভাই শাহিনুর আহত হয়।

এ ঘটনায় শফির উদ্দিন বাদি হয়ে ঐদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিনি আরও জানান তার শান্তিপূর্ণ ভোগ দখলীয় জমিতে প্রতিপক্ষ শহিদুল ইসলাম বারংবার বিবাদ সৃষ্টি ও হয়রানি করায় নিম্ন আদালতের একাধিক ডিক্রির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে ৪ আগষ্ট’২৪ তারিখে সিভিল রিভিয়েশন কেস নম্বর= ৩৩৫৪/২০২৪ দায়ের করেন।

বিজ্ঞ বিচারপতি ন্যায় বিচারের স্বার্থে ২২ আগস্ট’২০২৪ তারিখ হতে আগামী ১ বছর ঐ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন, যা থানা পুলিশ এবং প্রতিপক্ষরা অবগত আছেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার ছেলে শামীমের সঙ্গে কথা হলে তারা দৃঢ়তার সাথে জানান, আমরা কোন কিছু তোয়াক্কা করি না, কার কি করার আছে করুক, দেখে নিব।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের সাথে কথা বলে জানা যায় পাল্টাপাল্টি অভিযোগ করা রয়েছে। তিনি ঘটনার বিষয় অবগত আছেন এবং বিষয়টি তদন্ত করে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি