মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নোয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুরের শিক্ষার্থীদের অবিভাবসহ জনসাধারণ
একই সঙ্গে তারা শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। আজ ৭ ডিসেম্বর শনিবার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকে কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুরের শিক্ষার্থীদের একাধিক অবিভাবসহ জনসাধারণ বলেন, যারা এই মেধা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন তাদেরকে অভিনন্দন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান। এবং যাহারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেননি তাহারা হতাশ হবেন না। তারা আরও বলেন, এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আসবেই। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি তালিকায় ১ম স্থান অধিকারিনী স্বপ্নজয়ের অদম্য সৈনিক সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর কৃতি শিক্ষার্থী ঈশিতা দাস (রাখি), সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৩য় স্থান অধিকারী মারুফ আহমদ, ৯ম স্থান অধিকারীনী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শামিয়া সুলতানা খাদিজা ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বাস্তবে রূপায়িত করেছে তাদের স্বপ্নকে। তাদের অবাক করা ফলাফলে গর্বিত হতে পেরে কলকলিয়া ইউনিয়নের দুই বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিবার আনন্দিত এবং উচ্ছ্বসিত।
সেই সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুরের শিক্ষার্থীদের অবিভাবসহ জনসাধারণ।