মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়ার ধানদিয়া মিশনে বিদ্যুৎ স্পৃষ্টে রবিন সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পুকুরে গোসলের সময় বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিন সরকারের ভাইপো রনা সরকার জানান, দুপুরে স্নানের সময় পুকুরে হাঁস তাড়াতে হাত উচু করলে উপরে থাকা বিদ্যুতের তারে হাত লাগলে বৈদ্যুতিক সক লাগে। বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাৎক্ষনিক বিদ্যুৎতের তার কেটে দিয়ে পুকুর থেকে মুমূর্ষূ রবিন সরকারকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রবিন সরকারের মৃতদেহ খৃষ্টান সম্প্রদায়ের রিতি অনুযায়ী তাদের কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত রবিন সরকার স্ত্রী, ছোট দুই ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার ও আশপাশে শোকের ছায়া বিরাজ করছে।
পরিবারে উপার্জনক্ষম ছিলেন একমাত্র মৃত রবিন সরকার। তার মৃত্যুতে মহল্লার সকলে চিন্তিত। কে ধরবেন সংসারের হাল? কে করবে উপার্জন? কিভাবে চলবে সংসার? এমন বহু প্রশ্ন স্থানীয়দের মনে।