মারুফ সরকার, প্রতিবেদক:
ধর্মের নামে রাজনীতি ও বস্তুবাদি জাতিবাদি রাজনীতি বাতিল করাই সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের মূল প্রস্তাব ৷
সর্বজনীন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, সকাল স্বৈরতার উৎস একক ধর্ম ও একক বস্তুবাদি জাতিবাদি একক গোষ্ঠীবাদি রাজনীতি এবং মুক্তির পথ মানবতার রাজনীতি।
সংবিধান সংস্কার কমিশনে ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপলক্ষে আজ ৭ই ডিসেম্বর শনিবার সংগঠনের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনীতির চরিত্র ই রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে এবং একক গোষ্ঠীবাদি রাজনীতি রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করে।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাকৃতিক শক্তির পর মানুষের জীবন অর্থনীতি এবং সমাজ রাষ্ট্র ও দুনিয়ার নিয়ন্ত্রক ও পরিচালক শক্তি রাজনীতি। তিনি বলেন, রাজনীতির মানবিক সংস্কার না করে অন্য কোন সংস্কার ই অপশক্তির অন্যায়-অবিচার-স্বৈরতা থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তি আসবে না।
আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনীতির সংস্কারের আগে কোন সংস্কার ই গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, রাজনীতির শুভ সংস্কারের উপর ই দেশ-রাষ্ট্র-জীবন-ধর্ম ও মানবতার অস্তিত্ব নির্ভর করে। তিনি বলেন, রাজনীতির সাথে রাষ্ট্র-জীবন-ধর্ম-অর্থনীতি-ভালো- মন্দ সবকিছু সরাসরি জড়িত।
আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনীতি মানব জীবন ভিত্তিক সর্বজনীন কল্যাণ ভিত্তিক হলে রাষ্ট্র সব মানুষের কল্যাণ ভিত্তিক মানবতার রাষ্ট্র হবে। আর রাজনীতি একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতিবাদি হলে রাষ্ট্র সব মানুষের কল্যাণের বিপরীতে একক গোষ্ঠীর অন্যায়-অবিচার-শোষণ-সন্ত্রাস-স্বৈরতা-দস্যুতার হাতিয়ার হয়ে যাবে।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, কোন একক গোষ্ঠীবাদি রাজনীতি সব মানুষের অধিকার স্বীকার করে না। তিনি বলেন, সব মানুষের অধিকার অস্বীকার করে রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বার্থ ভিত্তিক করেই সকল একক গোষ্ঠীবাদি রাজনীতির লক্ষ্য ।
আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির সম্পূর্ণ বিপরীত রাজনীতি সকল একক গোষ্ঠীবাদি রাজনীতি । তিনি বলেন, মানবতার রাজনীতির মূলকথা রাষ্ট্র সবার সব মানুষের, দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত ভাবে রাষ্ট্রের মালিক প্রতিটি মানুষ, এটাই মানবতার রাজনীতি ও মানবতা রাষ্ট্রের মূল কথা, পক্ষান্তরে সব মানুষের বিশ্বাস-ধর্মের স্বাধীনতা-রাষ্ট্রীয় মালিকানা-অধিকার-জীবনের স্বাধীনতা অস্বীকার ও
উৎখাত করে ক্ষমতার বলে একক ধর্ম একক জাতিবাদ একক মতবাদ চাপিয়ে দেয়াই একক গোষ্ঠীবাদি রাজনীতির লক্ষ্য। তিনি বলেন, মানবতার রাজনীতির রূপায়ণ মানবতার রাষ্ট্র আর গোষ্ঠীবাদি রাজনীতির বিফল একক গোষ্ঠীর স্বৈররাষ্ট্র।
একক ধর্মের রাজনীতি ও রাষ্ট্র, ধর্ম ও মানবতার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, যে কোন একক ধর্মের নামে রাজনীতি ধর্মের শিক্ষার সম্পূর্ণ বিপরীত ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদ এবং ধর্ম ধ্বংসাত্মক অপরাজনীতি । তিনি বলেন, ইসলামের প্রকৃত রাজনীতি কেবলমাত্র মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি। তিনি বলেন, কোন ধর্মের নামে রাষ্ট্র হলে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ও অন্যায় অবিচার স্বৈরতাকেই ধর্মের নামে চালিয়ে দিয়ে প্রকৃত ধর্মের মৃত্যু ঘটানো হয় । তিনি বলেন, ধর্মের নামে রাষ্ট্র হলে ধর্ম ক্ষমতাসীন গোষ্ঠীর জবরদখলে চলে যায় এবং ধর্মের স্বাধীনতা ধ্বংস হয়ে যায়।
আল্লামা ইমাম হায়াত কোরআনুল করীম ও হাদিস শরীফের বাণী উল্লেখ করে বলেন, রাষ্ট্র সবার-দুনিয়া সবার-সম্পদ সবার- অধিকার সবার- এটাই মানবতা ও প্রকৃত ধর্মের শিক্ষা। রাষ্ট্রকে একক গোষ্ঠীর করা ধর্মবিরূদ্ধও মানবতাবিধ্বংসী অপরাধ। রাষ্ট্রকে একক ধর্মভিত্তিক বলা স্রষ্টার ধর্ম নয় শয়তানের ধর্ম। স্রষ্টাই জীবন জগতের মালিক এবং স্রষ্টা সকল সৃষ্টির জন্য সকল মানুষের জন্যই দিয়েছেন এই দুনিয়া। রাষ্ট্র সবার সব মানুষের যে স্বীকার করেনা সে মানুষ নয় মানবতার শত্রু অমানুষ। রাষ্ট্র সবার সব মানুষের যে স্বীকার না করে রাষ্ট্রকে কেবল এক ধর্ম এক জাতি এক গোষ্ঠীর বলে সে স্রষ্টার শত্রু এবং সৃষ্টির শত্রু, তার ধর্মের দাবি ধর্ম নয় ধর্মের বিপরীত ধর্ম ধ্বংসাত্মক অধর্ম। সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র ই ধর্মের শিক্ষা। দয়াময় আল্লাহতাআলার মহান রাসুল রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সব মানুষের জীবন ভিত্তিক মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া। যে নামেই হোক একক গোষ্ঠীর রাষ্ট্র ধর্ম ও মানবতার বিপরীত স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত।
বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতিকে মানুষ হিসেবে অস্তিত্ব সংহারক মানবিক অস্তিত্বের মৃত্যু উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতির উৎস বস্তুবাদি মতবাদ এবং বস্তুবাদি মতবাদের উৎস নাস্তিক্যবাদ । তিনি বলেন, বস্তুবাদি জাতীয়তাবাদ মানে মানুষ হিসেবে সকল বস্তুর উর্ধে জীবনের স্রষ্টার নামে নিজের অস্তিত্ব ও জীবনের সত্য অস্বীকার। বস্তুবাদি জাতীয়তাবাদ ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র বর্ডার-বর্ণ-
লিঙ্গ-শ্রেণী ইত্যাদি বস্তুর ভিত্তিতে বস্তুবাদি চেতনার দ্বারা বিষাক্ত বস্তুবাদি জাতীয়তাবাদ তৈরি করে মানব সত্তার মৃত্যু ঘটায় এবং মানুষকে সত্য ও মানবতার শত্রু অমানুষ বানায়। বস্তুবাদি জাতীয়তাবাদ বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি তৈরি করে বস্তুবাদি চেতনার ভিত্তিতে মানুষের মধ্যে বস্তুবাদি বৈষম্য বিদ্বেষ বিভেদ ঘটিয়ে মানুষকে পরস্পর শত্রু করে মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে মানবতার মৃত্যু ঘটায়। বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি জীবন ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ এবং মানবতাবিধ্বংসী অপরাধ। বস্তুবাদি জাতীয়তাবাদি রাজনীতি ধমের নামে অধর্ম উগ্রবাদি অপরাজনীতির মত ই মানবিক চেতনা বিণাশীবিষাক্ত মানসিক রোগ। মানবজীবন রক্ষা করতে হলে সকল মিথ্যা ও অবিচার স্বৈরাচারের উৎস বস্তুবাদি জাতীয়তাবাদি অপরাজনীতি অবশ্যই
বর্জন ও বিদূরিত করতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন, একক ধর্ম ও একক বস্তুবাদি জাতিবাদি রাজনীতির ফলে রাষ্ট্র একক গোষ্ঠীর জবরদখলে কুক্ষিগত হয়ে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ধ্বংস হয়ে যায় এবং একই সাথে জীবনের স্বাধীনতাও রুদ্ধ হয়ে যায়। তিনি বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি বহাল রেখে স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে মুক্তি চাওয়া, খুন-জুলুম-রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে মুক্তি চাওয়া, অধিকার-স্বাধীনতা-মর্যাদা- নিরাপত্তা চাওয়া একেবারেই বিপরীত অমাবস্যার চন্দ্র খোঁজার মত বিপরীত বিষয়।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, মানুষ অমানুষ হওয়া এবং মানবজীবনের সকল সংকট-দুর্দশা- বৈষম্য-উৎখাত- বস্তুচ্যুতি-ধ্বংসযজ্ঞ-খুন-রাষ্ট্রীয় সন্ত্রাস-যুদ্ধবিগ্রহ-দারিদ্র্য সব বিপর্যয়ের মূলে আছে একক ধর্মবাদি ও একক বস্তুবাদি জাতিবাদি অপরাজনীতি ।
আল্লামা ইমাম হায়াত বলেন, জীবনের স্বাধীনতা স্বীকার ও বাঁচাতে হলে, সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা স্বীকার ও প্রতিষ্ঠা করতে হলে, সব ধর্মের অনুসারীদের ধর্ম পালনের স্বাধীনতা স্বীকার ও প্রবাহিত রাখতে হলে, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক ভ্রাতৃত্ব বজায় রাখতে হলে, রাষ্ট্রীয় সম্পদ ও কর্তৃত্বে সব নাগরিক সব মানুষের অধিকার স্বীকার ও বাস্তবায়ন করতে হলে, সব মানুষের জীবনের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত রক্ষা করতে হলে, সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ রুদ্ধতামুক্ত ও জারি রাখতে হলে, একক গোষ্ঠীর স্বৈরতা ফ্যাসিবাদ নিপীড়ন আতঙ্কমুক্ত জীবন ও রাষ্ট্র হতে হলে একক গোষ্ঠীর রাজনীতি স্বৈররাজনীতি এবং রাষ্ট্রবিরোধী ধর্মবিরোধী জীবনবিরোধী অন্যায় অপরাধ হিসেবে রাষ্ট্র জবরদখল হিসেবে গন্য করে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ও বাতিল করে দেশ-রাষ্ট্র- ধর্ম-জীবন রক্ষা করতে হবে।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, দল আর রাজনৈতিক দল এক বিষয় নয় এটা অবশ্যই বুঝতে হবে। তিনি বলেন, যে কোন ধর্ম-মত-পথ-মতবাদ- দর্শন-পেশা- শ্রেণীর ভিত্তিতে নিজ নিজ মত-পথ-ধর্ম- বিশ্বাস- আদর্শ প্রচারে বা নিজ নিজ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নিজেদের অভ্যন্তরীণ দল হতে পারে, কিন্তু রাষ্ট্র এক গোষ্ঠীর নয় তাই রাজনৈতিক দল একক গোষ্ঠীভিত্তিক একক গোষ্ঠীর স্বার্থ রক্ষক হওয়া রাষ্ট্র ধ্বংসাত্মক জীবন ধ্বংসাত্মক ভয়ংকর অন্যায় অপরাধ যার মাধ্যমে এক গোষ্ঠীর বাইরে সবার সব মানুষের জীবন-ধর্ম-অধিকার অস্বীকার ও উৎখাত হয়।
আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টা প্রদত্ত মানব জীবন স্বীকার করলে, স্রষ্টার মহান রাসুলের মাধ্যমে স্রষ্টার দেয়া সব মানুষের বাঁচার অধিকার স্বীকার করলে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি স্বীকার ও বাস্তবায়ন করতে হবে এবং মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি রাজনীতি সাংবিধানিক ভাবে নিষিদ্ধ করতে হবে, তিনি বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে তথা
স্রষ্টা ও স্রষ্টা মহান রাসুল প্রদত্ত অলংঘনীয়ভাবে রাষ্ট্র সবার সব মানুষের এই সত্য স্বীকার ও রক্ষা করতে হবে।
মানবতার রাজনীতির সংজ্ঞা ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনৈতিক দল হতে হলে অবশ্যই সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে, একক গোষ্ঠীস্বার্থের দল রাজনৈতিক দল হতে পারে না। একক গোষ্ঠীবাদি দলকে রাজনৈতিক দল স্বীকার করলে শুধু মানবজীবন
অস্বীকার হয় না, স্বয়ং স্রষ্টা ও স্রষ্টার মহান রেসালাতের কর্তৃত্ব ও অস্বীকার হয় এবং স্বৈরতা-দস্যুতা-জবরদখল-রুদ্ধতা-পরাধীনতা- অন্যায়-অবিচার-পাশবতাকেই রাজনীতি-ধর্ম ও পদের নামে চালিয়ে দিয়ে জীবন-রাষ্ট্র-ধর্ম ও মানবতা ধ্বংস করা হয়।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি শুধু বাংলাদেশ নয় সমগ্র মানবমন্ডলীর
জন্য জীবনের সবচেয়ে বড় সংকট ও সব সংকটের মূল কারণ। দুনিয়ার প্রতিটি মানুষের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ একক ধর্ম ও একক বস্তুবাদি জাতিবাদি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি। তিনি বলেন, একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির স্বৈরতা ও ধ্বংসাত্মক বিনাশ থেকে জীবন-রাষ্ট্র-ধর্ম-সহায় সম্পদ পরিবার সমাজ ও জীবনের স্বাধীনতা এবং সমগ্র মানবমন্ডলীকে উদ্ধার ও রক্ষা সর্বজনীন মানবতার জীবন ও দুনিয়া গড়ার একমাত্র উপায়
স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার মহান রাসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসা ভিত্তিক সব মানুষের কল্যাণ ও সুরক্ষা এবং অধিকার ও মর্যাদা ভিত্তিক সর্বজনীন মানবতার রাজনীতি ।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান স্মরণ করিয়ে দেন যে, জীবন ও রাষ্ট্রের নিয়ামক নীতি ও চালিকা শক্তি রাজনীতির বৈপ্লবিক সংস্কার ব্যতীত অর্থাৎ একক গোষ্ঠীবাদি অপরাজনীতি সাংবিধানিক নিষিদ্ধ করে সব মানুষের জীবন ভিত্তিক সর্বজনীন মানবতার রাজনীতি প্রবর্তন ব্যতীত সব সংস্কার ই অসার হবে, রাষ্ট্র
জনগণের রাষ্ট্র মানবতার রাষ্ট্র হবে না। রাজনীতির মৌলিক সংস্কার ছাড়া কেবল কিছু টেকনিক্যাল ও কসমেটিক সংস্কার আঁধার ইতিহাসের কোনো পরিবর্তন হবে না। যে কোনো মডেলে অতীতের অনাচার স্বৈরাচার ই বহাল থাকবে।