মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় যোগদানের দুই মাসের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দকে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন মোঃ রুহুল আমিন। তিনি এর আগে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বিগত ২১ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় যোগদান করেছিলেন। সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান (বিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বিদায়ী বর্তায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি জগন্নাথপুর থানায় যোগদান করার পর হইতে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। বদলী জনিত কারনে আমি সুনামগঞ্জের পুলিশ লাইনে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা করিলাম। আমার কর্মকালীন সময়ে সকল সফলতা একমাত্র আপনাদের সহযোগিতায় সম্ভব হয়েছে। জগন্নাথপুরবাসী আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা আমার মনে থাকবে। যাওয়ার সময় অনেকের সাথে সময় সল্পতার কারনে বিদায় নিতে পারি নাই। আমার কর্মকালীন সময়ে যদি কারো মনে কোন প্রকার কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।