মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ঢল
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সরদারপাড়া এলাকায় ফসলি জমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষের ঢল।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় ‘ষড়ঋতু জগদল’ নামে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় তিনটি পর্বে পঞ্চগড়, নীলফামারী, নওগাঁসহ বিভিন্ন জেলার ২০ জন ঘোড়সওয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে অংশ নেন। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে।
খেলা দেখতে আসা টুনিরহাট এলাকার জহুরা খাতুন বলেন, আমার জীবনে কখনো এই খেলা দেখিনি। শোনার পর পরিবারসহ দেখতে এসেছি। দৌড় প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগছে, পরিবেশও অনেক সুন্দর। তবে এবারের মত আগামীতেও এমন খেলা অনুষ্ঠিত হলে আরো ভালো লাগবে।
আর্নিকা বেগম নামে আরেক নারী বলেন, এর আগে মোবাইল ও টেলিভিশনে এই খেলা অনেক দেখেছি। কখনো সরাসরি দেখার সৌভাগ্য হয় নি। আজ পঞ্চগড়ে এই খেলা দেখতে পেরে অনেক ভালো লাগছে।
জগদ এলাকার আল আমিন বলেন, ছোট থেকে বড় সবাই অনেক মজা করছে। বলা যায় সবাই প্রথমবারের মত সরাসরি খেলা দেখছে। আশা করব আয়োজকেরা এমন আয়োজন মাসে বা প্রতি বছরে আবারও করবে।
এদিকে এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগিরা। ধামোর হাট নওগাঁ থেকে খেলায় অংশগ্রহণ করতে আসা হালিমা বলেন, পঞ্চগড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছে।
অপরদিকে দর্শকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আয়োজকদেও কোনো কমতি ছিল না। গ্রামীণ এ আয়োজন ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করা হবে বলে জানান তারা।
ষড়ঋতু জগদল সংগঠনের সভাপতি সাংবাদিক ও নাট্যকার এবং প্রতিযোগিতার আয়োজক রহিম আব্দুর রহিম বলেন, এই প্রতিযোগিতাটি ঐতিহ্যবাহী। পঞ্চগড়ের কর্মজীবনে ২২ বছরে ঘোড় দৌড় দেখেছি মাত্র একদিন। তবে বর্তমানে আমাদের এখানকার ছোট্ট বাচ্চাদের জিজ্ঞাস করেছিলাম যে তোমরা ঘোড়দৌড় দেখেছো কি না? ওরা বুঝে না এটা কি। এলাকার সবার মাঝে ঘোড়দৌড় উজ্জীবিত করার জন্য প্রশাসনের সহায়তায় নতুন করে ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন করেছি।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, সমাজে যে সকল খারাপ আসক্তি আছে সে সকল দিক থেকে বের হয়ে শিশু ও যুবকেরা যাতে একটি সুস্থ পরিবেশে থাকতে পারে এবং গ্রামবাংলার ঐতিহ্যগুলো যেন আবারো আমাদের মাঝে ফিরে আসে সে উপলক্ষ্যে এসকল খেলার আয়োজন করা হচ্ছে। আগামীতেও এমন আয়োজনসহ গ্রাম বাংলার ঐতিহ্যময় সকল খেলার আয়োজন করা হবে।
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নানা রং ও আকারের প্রায় ২০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিনটি পর্বে ২টি গ্রুপের ৪ জন বিজয়ীর হাতে প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) আদম সুফিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।