1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে হকের আওয়াজ: আলেমদের ঐক্যের আহ্বান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বারহাট্টায় গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা শিবগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত টাকার অভাবে হচ্ছে না রনির অপারেশন লাগবে ৩ লক্ষ টাকা ঈশ্বরদীতে নিজ বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে গ্রেফতার কহিনূর বেগম সিলেটে এই প্রথম দুই দিনব্যাপী হাছন উৎসব হাছন রত্নে ভূষিত হলেন ৭ বিশিষ্ট গুণীজন নড়াইলে থেকে নতুন ট্রেনে জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায় শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে রীতিমতো লাভের মুখ দেখছেন চাষিরা মুন্সীগঞ্জে দক্ষিন ইসলাম পুরে দরিদ্রদের মাঝে বিএনপি নেতা কম্বল বিতরণ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অবৈধভাবে চলছে গ্যাস রিফিলিং যশোরের মনিরামপুরে আশা সমিতির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে হকের আওয়াজ: আলেমদের ঐক্যের আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

 

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, “কোনো শক্তি কুরআনের ওপর আঘাত করতে পারবে না। আমরা চাই, দেশ শান্তিপূর্ণভাবে দ্বীনের পথে চলুক। বাংলাদেশে যদি কখনো ইসলামের আহ্বান আসে, তবে তা আন্দরকিল্লা থেকেই শুরু হবে।”

গতকাল শনিবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা সাইয়েদ আনোয়ার আরও বলেন, “আমরা অনেক শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। এ দেশের শান্তি ও উন্নয়ন ধরে রাখতে হলে সব ভেদাভেদ ভুলে আলেম-ওলামাদের এক কাতারে শামিল হতে হবে। শুধুমাত্র নসিহতে সীমাবদ্ধ থাকলে চলবে না। সবাই ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে দ্বীন কায়েম হতে কয়েক মিনিটের বেশি সময় লাগবে না।”

মাহফিলে সভাপতিত্ব করেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি মাওলানা মোহসিন আল হোসাইনী, মাওলানা সাইফুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা এবিএম ছিদ্দীকুল্লাহ, দারুল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা এটিএম তাহের প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের বলেন, “আলেমদের মধ্যে ঐক্যের অভাবই আজ ইসলামের অগ্রগতিতে বড় বাধা। ঐক্যের মাধ্যমেই আমরা কুরআনের আলো সবার কাছে পৌঁছে দিতে পারব।”

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। বক্তারা ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে শান্তি ও মানবতার অগ্রগতির ওপর জোর দেন।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মতো ঐতিহ্যবাহী স্থান থেকে আলেমদের একতাবদ্ধ হওয়ার আহ্বান নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। বক্তাদের বক্তব্য অনুযায়ী, ঐক্যই দেশের শান্তি, উন্নয়ন এবং দ্বীনের সঠিক প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি