নাগেশ্বরী প্রতিনিধিঃ
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের মাঠকর্মী ও ইউপি পর্যায়ের ইউসির মাধ্যমে চরাঞ্চল গ্রাম শহরে সচেতনতা-মূলক প্রচার-প্রচারণা ও বাল্য বিবাহ প্রতিরোধ কর্মশালায় রোধ হচ্ছে বাল্য বিবাহ।
কল্পনা খাতুন অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় দুধকুমার নদী ভাঙনে হাবিবুল্ল্যাহ মিয়া বাড়িঘর ও সবকিছু হারিয়ে তার মেয়ে কে বাল্য বিবাহ বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কল্পনা কোনোমতেই পরিবারের মত মেনে নিতে পারেননি। তাই নিজের বাল্যবিয়ে ঠেকাতে স্কুলের প্রধান শিক্ষক ও তার মা মমেনা বেগম এবং এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সহায়তায় কল্পনা আজ অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্রী এবং সে লেখাপড়া করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন। পাশাপাশি কল্পনা এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের বামনডাঙ্গা ইউনিয়নের ইউসির দায়িত্ব পাওয়ার পর থেকে চরাঞ্চলে বাল্য বিবাহ প্রতিরোধে যুব সংগঠন করে সেখানে প্রচারণার মাধ্যমে বাল্য বিবাহ রোধ করাসহ অসচ্ছল নারী শিক্ষার্থীদের করছেন আর্থিক সহযোগিতা।
কল্পনা খাতুন বলেন, বাল্য বিবাহ নয় আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। পরে মেয়েটির সাহসী ভূমিকায় বিয়ের আয়োজন ভেস্তে যায়। এভাবে অনেক বাধা-বিপত্তি শেষ করে আজ অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছি। এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পে বামনডাঙ্গা ইউনিয়নের ইউসি হিসেবে সে অর্থ পাই তা দিয়ে আমার লেখাপড়া চলছে।
ভক্সপপ-(১) কল্পনা খাতুন।
বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে আমাদের এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধ করছেন। এতে বাল্য বিয়ের সংখ্যা কমে যাচ্ছে।
ভক্সপপ-(২) কল্পনার মা মমেনা বেগম ও বাবা হাবিবুল্ল্যাহ মিয়া।
এমজেএসকেএসের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের প্রোজেক্ট কো-অডিনেটর মাহমুদুল হাসান, বলেন, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় বিভিন্ন অঞ্চলে যুব সংগঠন করে বাল্য বিবাহ প্রতিরোধ করা হচ্ছে। মেধাবী ছাত্রীদের কর্মের মাধ্যমে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে।
সট- মাহমুদুল হাসান, প্রোজেক্ট কো-অডিনেটর, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড, নাগেশ্বরী, কুড়িগ্রাম।