স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আন্জুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া কেন্দ্রীয় পরিষদ ও আল্লামা ফরহাদাবাদী একাডেমীর ব্যবস্থাপনায় আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর ৮০তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুুতিমূলক চুড়ান্ত সমন্বয় সভা গতকাল ৮ ডিসেম্বর রবিবার বাদ এশা আন্জুমানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার শাহজাদা সৈয়দ রিদওয়ানুল আমিন ফরহাদাবাদী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী। গোলামুর রহমান রাজুর সন্ঞালনায় সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন সাফায়াতুল ইসলাম সাবাল, মিল্লাত হোসেন মুহুরী, নাছির উদ্দিন মন্টু, মাস্টার এনামুল হক মুহুরী, মোঃ আমিন উল্লাহ, নুরুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার,মোঃ তাইফু।
বক্তারা সকলে আসন্ন ৮০তম বার্ষিক ওরশ শরীফের বিভাগ ওয়ারি দায়িত্ব নিষ্টার সাথে পালনের উপর গুরুত্বারোপ করেন।সর্বশেষ মুনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।