কোটালীপাড়া -গোপালগঞ্জ প্রতিনিধি : – শেখ কামরুজ্জামান (রানা )।
দিনের বেলায় ফাকা বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণে আগুনে পুড়ে ছাই হলো গোপালগঞ্জের কোটালীপাড়া বড়ইভিটার সতীশ বৈদ্যর বসতি ঘর।
আজ দুপুর ২টায় কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের বড়ই ভিটা সতীশ বৈদ্যর বসতি ঘরে এ ঘটনা ঘটেছে।
এ সময় তার ঘরে থাকা প্রায় দশ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয় সতীশ বৈদ্যর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের এক আত্মীয়র বাড়িতে প্রয়োজনীয় কাজে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে ফাঁকা থাকার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে কিভাবে বাসবো? সরকারের প্রতি অনুরোধ আমার শেষ সম্বল টুকু আগুনে পুড়ে যাওয়ায় আমি এখন অসহায় হয়ে পড়েছি। আমাকে আপনারা সহযোগিতা না করলে আমার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইষ্টিশন ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন ৩ঃ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। আমরা চেষ্টা চালাই কিন্তু দেরিতে সংবাদ পাওয়ার কারণে বসতি ঘরের কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।