তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো চীফ
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৪৩১ বস্তায়, ২৫,৩৪,২৮০/- (পঁচিশ লক্ষ চৌত্রিশ হাজার দুইশহ আশি) টাকার, ২১,১১৯ কেজি ভারতীয় চিনিসহ একটি ০১ (এক)টি ট্রাক আটক, ০২ জন গ্রেফতারঃ
০৮/১২/২০২৪খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন সিয়েরা-৬৬ ডিউটি বিশেষ অভিযান পরিচালনাকালে ০৮/১২/২০২৪খ্রিঃ তারিখ অনুমান ০৫.২০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন নিপবণ আ/এ এলাকায় অবস্থান করাকালে সংবাদ পান যে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কতিপয় ব্যক্তি ট্রাকের ভিতরে করে ভারতীয় চিনি নিয়ে সিলেট শহরে যাওয়ার জন্য শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্টের দিকে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত সঙ্গীয় অফিসার ফোর্স সহ অনুমান ০৫.৪০ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট এর বনফুল নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোষ্ট স্থাপন করে একটি ট্রাক আটকপূর্বক আসামী ১। মোঃ সাহিদ আহমদ (২৬), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- মোছাঃ নাজমা বেগম, সাং- ফতেহপুর (ইসলাম নগর), থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। ইমন আহমদ (১৮), পিতা- সাধ উল্লাহ, মাতা- ছায়ারুন্নেছা, সাং- বাঘেরখাল, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা একটি ট্রাক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে (ক) ০১(এক) টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং- চ্ট্ট- মেট্রো-ট-১১-৫৫৭৪, চেসিস নং-MAT395022F2R14454, ইঞ্জিন নং-B5.91451051J63463976, মূল্য অনুমান ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, খ) উক্ত ট্রাকটিতে নীল পলিথিন দ্বারা আবৃত ৪৩১ বস্তা ভারতীয় চিনি, যার প্রতিটি বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR, INDIA সহ আরো অন্যান্য ইংরেজি শব্দ লিখা আছে। প্রতিটি বস্তার ওজন ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে সর্বমোট ২১,১১৯ কেজি, মূল্য অনুমান ২৫,৩৪,২৮০/- (পচিঁশ লক্ষ চৌত্রিশ হাজার দুইশহ আশি) টাকা উদ্ধারপূর্বক ০৮/১২/২০২৪খ্রিঃ তারিখ ০৬.৩০ ঘটিকা হতে ১৫.১০ ঘটিকা পর্যন্ত সময়ে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।