আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
রাজশাহী, মোহনপুরে ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান।
‘নারী - কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান চলমান রয়েছে, এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রবিবার বিকেলে টেমা পশ্চিমপাড়া গ্রামে আলচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মূল করার প্রত্যয়ে পরিবার কমিউনিটি, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ দিন ব্যাপি প্রচারাভিযান অব্যাহত রয়েছে। এটি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নামেও পরিচিত।
নারী ও কন্যাশিশুর যে কোনো নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা পালন করা, নারীর প্রতি আচরণে শ্রদ্ধাশীল, ন্যায়পরায়ন ও যত্নশীল হওয়া, পরিবারের মেয়ে ও ছেলে উভয় সন্তানের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনের প্রতি সমান মনোযোগী হওয়া, ১৮ বছরের আগে কন্যা ও ২১ বছরের আগে পুত্র সন্তানকে বিয়ে না দেওয়া এবং অন্যকেও এ ধরনের অপরাধ থেকে বিরত রাখা, নির্যাতনের শিকার নারীর কথা শুনা, তার পাশে থাকা ও সহযোগীতা করা বিষয়ে আলোচনা ও মানববন্ধন করা হয়।