রাজাপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন “তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার” এর উদ্যোগে ঝালকাঠির রাজাপুরে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৮ই ডিসেম্বর) সন্ধ্যার পরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া, চর উত্তমপুর ও উত্তমপুর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের পরামর্শ পরিষদ সদস্য মোঃ বেলায়েত হোসেন, মোঃ আবু হানিফ
সংগঠনের সভাপতি, এম আমিনুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু মারুফ, ক্রিড়া সম্পাদক, মোঃ ইমন আলবাকী, সহ ক্রীড়া সম্পাদক মোঃ সানাউল্লাহ, সদস্য মোঃ আব্দুর রহিম, রাকিব হোসেন, শফিকুল ইসলাম, ইব্রাহিম, সহ অনেকে উপস্থিত ছিলেন৷
এ সময় তারা বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এমন কার্যক্রম আরো বেশি বেশি আয়োজন করলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। এ কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তশালীদের সার্বিক সহযোগিতা ও তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগার এর সাথে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ০৯ এপ্রিল ২০২১ইং প্রতিষ্ঠাকাল থেকেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করে যাচ্ছে৷
সামীর আল মাহমুদ
ঝালকাঠি