মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম বাবর আলী (২৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামের বাসিন্দা মৃত খোদা বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাবর আলী নিজ বাড়ি পাথরপূজা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে ভ্যান ও চালক বাবর আলী রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার দেহের উপর চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল বাশার জানান, ট্রাকও চালক আটক আছে, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, পরিবার মামলা দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।