ঝালকাঠি প্রতিনিধি: ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে পুরোহিতদের নয় দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি গৌতম চন্দ্র বণিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক, ডিবিসি নিউজের ঝালকাঠি জেলা প্রতিনিধি অলোক সাহা। জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং চম্পা সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পাবলিক হরিসভার পুরোহিত শুকদেব গোস্বামী, জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং জয়ন্ত চক্রবর্তী। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধিনে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা, ভুমি আইন এবং আইসিটি বিষয়ে দেওয়া এ প্রশিক্ষন কর্মশালায় জেলার ২৫ জন পুরোহিত অংশ নেন।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।