মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে সার্কিট
হাউস থেকে র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। এতে জেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী। অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত ৫ ক্যাটাগরিতে ৫ জন ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ৫ জন জয়িতা'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তানহা হোসাইন বিউটি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ইভা আক্তার, সফল জননী নারী ক্যাটাগরিতে তাসলিমা বেগম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে তানিয়া আক্তার এবং সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে জান্নাতুল ফেরদৌস, মুন্সীগঞ্জ সদর উপজেলা পর্যায়ে সফল জননী ক্যাটাগরিতে হোসনে আরা বেগম ও শিক্ষা-চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মারুফা আক্তারকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও নির্বাচিত জয়িতাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ব্রশিউর আকারে প্রকাশ করা হয়েছে।