মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান পৌরসভার উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষে রাউজান ফ্রিল্যান্সিং ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত কাল ৯ ডিসেম্বর (২৪)সোমবার দুপুরে পৌরসভার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে
উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।
পৌর প্রশাসক মো: রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে
পৌরসভার সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মনির হোসেন।
পৌর সচিব অনিল চ্দ্র তিপুরার সঞ্চালনায় বিশেষ
অতিথি ছিলেন রাউজান টেকনিক্যাল ট্রেনি সেন্টারের সহকারী শিক্ষক আবক হেনা মোস্তফা কামাল।
ফ্রিল্যান্সিং বিষয়ক উপস্থাপনা করেন সাইফুদ্দীন রাব্বী।
উপস্থিত ছিলেন সফল ফ্রিল্যান্সার মোহাম্মদ শাহরুক মেহেরাজ, হাসান মাবুদ জুবায়ের, মোহাম্মদ তসলিম উদ্দীন সাকিব সহ রাউজান সরকারি কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।