কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর
বেঙ্গল মিডিয়া ক্লাব- এর ২০২৪-২০২৫ সালের কেন্দ্রীয় কার্যকরী পরিচালন পরিষদ গঠিত হয় ৮’ই ডিসেম্বর ।
কোলকাতার এ্যাক্রোপলিস মলের নিকটবর্তী নির্দিষ্ট সভাঘরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য-সদস্যা এবং মনোনীত সদস্য-সদস্যা দের উপস্থিতিতে, সর্বসম্মতিক্রমে
বেঙ্গল মিডিয়া ক্লাবের কার্যকরী পরিচালন পরিষদ গঠিত হয়।
আমন্ত্রিতদের মধ্যে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে, বেঙ্গল মিডিয়া ক্লাবের আগামীর নানান কার্য্য পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে প্রাসঙ্গিক আলোকপাত করেন সমবেত সদস্যমন্ডলী। পাশাপাশি বেঙ্গল মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কাওসার আলী’র উদ্যোগে একটি মনোজ্ঞ মিলনী সংঘটিত হয় সম্মিলিতদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে।
এদিনে উপস্থিত ছিলেন সভার সামগ্রিক সঞ্চালনায় সভাপতি তীর্থঙ্কর মুখার্জী,
অনুপল বিশ্বাস,রাজেশ দাস,মারসলিন চক্রবর্তী, সৌমিতা রায়, মৃত্যুঞ্জয় বিশ্বাস,রবিন দত্ত,আয়ুব আলী,সোমনাথ চ্যাটার্জী,বিশ্বজিৎ চৌধুরী,জাহাঙ্গির বাদশা সহ বিশিষ্ট জনেরা।