কামরুল ইসলাম
চট্টগ্রাম প্রেসক্লাবের সর্বশেষ জীবিত প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সম্পাদক-সাংবাদিক-কবি-অনুবাদক-গবেষক এরশাদ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি তুষার কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শোক বার্তা প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে ।
উক্ত শোক বার্তায় বলেন চট্টগ্রামের সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে এরশাদ মজুমদার অন্যতম। তিনি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সর্বশেষ জীবিত ব্যক্তি। সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল হিসেবে অবসর, বিনোদন ও পেশাগত চর্চার সুবিধা নিশ্চিত করার এবং সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত মান-উন্নয়ন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং এ সবের ক্ষেত্রে প্রতিভার বিকাশে সহায়তা প্রদানের সুমহান লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব ৬৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়। এখন চট্টগ্রাম প্রেসক্লাব একটি স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সকল প্রতিষ্ঠাতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
বিবৃতিতে এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য আজ মঙ্গলবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে। তারপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।