আলমডাঙ্গা প্রতিনিধিঃ ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে আলমডাঙ্গায় পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস।
১০ ডিসেম্বর দুপুর ১টায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার অফিস থেকে শুরু করে র্যালি হাইরোড প্রদক্ষিণ করে উপজেলা মাঠে যেয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানবাধিকার সংস্থার ধর্ম সচিব আঃ শাহিন সাহেদ এর উপস্থাপনায় ও আল আমিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
আলোচনা সভায়, সংস্থার বিভিন্ন কার্যাবলি নিয়ে বিষদ আলোচনা করেন সংস্থার শিক্ষা সচিব মোস্তাফিজুর রহমান তসলিম। এ সময় মানবাধিকার লঙ্ঘন, সালিশী কার্যক্রম পরিচালনা, নারী নির্যাতন, বিভিন্ন প্রতারক চক্র, মাদকাসক্ত, বাল্যবিবাহ, দুর্নীতি, পারিবারিক কলহসহ সামাজিক ব্যাধি নিরসন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে এবং আমাদেরকে দেশেও তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার সহ বিভিন্ন সংস্থা।
বক্তব্য শেষে বর্ষসেরা মানবাধিকার কর্মী হিসাবে সাঈদ মোহাম্মদ হিরনের হাতে ক্রেস্ট তুলে দেন ইউএনও ও সংস্থার সভাপতি । এর আগে আলমডাঙ্গা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউনুচ আলী ও মানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী সভাপতি সাঈদ মোহাম্মদ হিরন,সহ সভাপতি মানোয়ার হোসেন
সিনিয়র সহ সভাপতি ইউনুছ আলী মন্ডল, ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রাকিব রনি, সাংগঠনিক সচিব মোস্তাফিজুর রহমান,সহ সাংগঠনিক শরিফ, রাসেদুল ইসলাম, আইন সচিব মাসুদ রানা, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাডঃ ইকরামুল, দপ্তর সচিব সাইদুল ইসলাম ,উপ স্বাস্থ্য সচিব বাদল রশীদ, উপ প্রশিক্ষণ সচিব মিনারুল ইসলাম, ত্রাণ ও পুনর্নাসন বিষয়ক সচিব, মুন্জু, উপ ত্রান - সুলতানুল তাইফু, যুব সচিব আব্বাস ডন,শারাফাত রাসেল, নারী ও শিশু বিষয়ক সচিব শুরভী শরিফা, জান্নাতুল ফেরদৌস ঊষা, পপি, রেজাউলসহ অনেকেই।