স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পৃথিবীর বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও তা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আজ পৃথিবী জুড়ে ক্ষমতাধর রাষ্ট্র ও ব্যক্তি নিজের স্বার্থসিদ্ধির জন্য দিন দিন মানবাধিকার লঙ্ঘন করছে। দেশে দেশে আজ চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং বাংলাদেশেও চরমভাবে লঙ্ঘন হচ্ছে। রাজনৈতিক মনোভাব পরিহার করে, নীতি ও নৈতিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধে নাগরিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার ও পরিবেশ বিষয়ক আলোচনা সভা আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল চারটায় নগরের মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়।
এ্যাড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি সায়েদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো কামাল উদ্দিন, বিশিষ্ট আইনজীবী ও লেখক এডভোকেট শংকর প্রসাদ দে, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো: কামরুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্হাপক এম এ সবুর, বাংলাদেশ বৈষম্যরোধে সংস্কার আন্দোলনের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক মো : মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড দিন দিন বেড়ে চলছে। পরিবেশ বিপর্যয় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সকল আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিকে এক হতে হবে। মানবিক দৃষ্টি বদলাতে হবে মানুষের মৌলিক অধিকার ও পরিবেশ রক্ষায়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর
রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নাছির উদ্দীন বাঙালি, মহানগর কমিটির সহ সভাপতি মো : হাসান মুরাদ, মো : কালিম শেখ, হাজী মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আইয়ুব, লিটন বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, সাবরিনা আফরোজা, মোহাম্মদ রফিক, বায়জিদ ফরায়জী, মো: আলী হোসেন, এম এ হাশেম, মো : জসিম উদ্দিন, শ ম এস্তফা আলী চৌধুরী, আসিফ ইকবাল, মোহাম্মদ ইমন, শিল্পী উর্মী আকতার।