মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন,বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। বাক, ব্যক্তি, চিন্তা,মুদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতাকর্মীসহ অনেকে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে।
তিনি বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আজ আমরা এক নতুন যাত্রায় আছি, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না।
সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তহিদুল হক সুমন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর কবির, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো: মোশারফ হোসেন, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক মামুন, পরিচালক, মামুন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শফিক চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৌসুমি আক্তার, ঢাকা জেলা সভাপতি মোবারক হোসেন ও সাভার উপজেলা শাখার সভাপতি রিপন খানসহ প্রমূখ।