রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের রামপালে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও সাংবাদিক ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১০(ডিসেম্বর) বুধবার বিকাল ৩ ঘটিকার সময় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আ. মুয়ীদ চৌধুরী, সদস্য ডক্টর মোকলেছ উর রহমান,ডক্টর মোঃ আইয়ুব মিয়া, প্রফেসর ডক্টর সৈয়দা শাহীন সোবহান, ডক্টর রিজওয়ান খানের, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃফিরোজ সরকার, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান,
এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফতাব উদ্দিন, ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজীল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাও. মকবুল হোসেন,শরাফপুর কারামতিয়া ফাজীল মাদ্রাসার অধ্যক্ষ মাও. অলিউয়ার রহমান,সোনাতুনীয়া আজিজিয়া (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাও.আঃআজিজ,ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, পরিখালী মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শংকর কুমার সিকদার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমান, সহ-সভাপতি এস. এম. বাকী বিল্লাহ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সুমন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকরামুল হক রাজিব, কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন বিগত জুলাই- আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জনবান্ধব ও জনকল্যাণমূলক একটি অন্তর্বর্তী সরকার কাজ করছে এ সময় তিনি সামাজিক অবকাঠামোর উন্নয়ন, প্রকল্প উন্নয়ন, জনপ্রশাসন সংস্কার আইন শৃঙ্খলা বজায় রাখা, প্রবৃদ্ধি অর্জন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ের ওপর ব্যবস্থা নেওয়ার কথা জানান।