মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জে আজ (১১ই ডিসেম্বর) হানাদার মুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা বিশেষ আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মান্যবর পুলিশ সুপার মহোদয়।
আলোচনায় মুক্তিযুদ্ধে বাঙলার সূর্য সন্তানদের অবদান, তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যথেষ্ট অবদান রয়েছে। এ যুদ্ধে দল–মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদান এবং আত্মত্যাগ এ জাতি কখনো ভুলবে না।এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।