নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ইহজাগতিক সকল সম্পর্ক ছিন্ন করেছেন অজিত গোপ
অর্থাৎ অজিত ঘোষ । মঙ্গলবার রাত ১: ৩০ ঘটিকায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ( দিব্যান লোকান স্ব গচ্ছতু)
অজিত ঘোষ ছিলেন নাসিরনগর সদর ইউনিয়নের ঘোষপাড়া'র বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মূল গেইটের সম্মুখে বর্তমান নাসিরনগর বাজারে ছিলো তার জনপ্রিয় প্রতিষ্ঠান "রাজীব মিষ্টান্ন ভান্ডার"। প্রতিষ্ঠানের নামের চাইতে নিজ নামেই তিনি বিখ্যাত ছিলেন বেশী।
নাসিরনগরে কয়েকযুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম সবার প্রিয় আড্ডাস্থল ছিলো অজিত ঘোষের মিষ্টির দোকান।রাজনীতিবিদ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ নাসিরনগর উপজেলার সবার প্রিয় মুখ ছিলেন অজিত ঘোষ।অজিত ঘোষ যেমন নির্ভেজাল মানুষ ছিলেন, তেমনি তার দোকানে পাওয়া যেত নির্ভেজাল খাঁটি ছানার রসগোল্লা।আজো নাসিরনগরের মানুষ খুঁজে ফিরে অজিত ঘোষের দোকানের সেই পুরোনো গরম গরম সিঙারা আর পুরী' র স্বাদ।
দোকানে কেউ খেয়ে বিল না দিয়ে চলে গেলেও কখনো কাউকে না বলতেন না। বিশ্বাস করতেন কাষ্টমার পরে টাকা দিয়ে যাবে। পরে কেউ কেউ দিত কেউ না।
এমনই ছিলেন সবার প্রিয় অজিত ঘোষ।
বেশ কয়েক বছর আগে অসুস্থ্যতাজনিত কারনে তার শরীর থেকে একটি পা কেটে নেওয়ার পর থেকে বন্ধ হয়ে যায় জনপ্রিয় প্রতিষ্ঠান "রাজীব মিষ্টান্ন ভান্ডার"।
তারপর অনেকটা সুস্থ্যই ছিলেন তিনি। নাসিরনগর গৌর মন্দির রোডে নিজস্ব মার্কেটে চেয়ার পেতে বসে থাকতেন এবং পরিচিতজনদের দেখলেই হাসিমুখে তাদের কূশল জিজ্ঞেস করতেন।
অজিত ঘোষের বড় ছেলে রাজীব গোপ জানায়, বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ ঘটিকায় নাসিরনগর মহাশশ্মানে সনাতন রিতি অনুযায়ী তার বিদেহী পিতার অন্তেষ্টিক্রিয়ার কাজ অনুষ্ঠিত হবে।সেখানে বিদেহী আত্মার শান্তি কামনার্থে সকলের উপস্থিতি কামনা করেছে শোকাবহ পরিবার।