মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
মরহুম আলহাজ্ব গাজী উদ্দিন মিয়ার মেজ পুত্র ,সাবেক সহ-সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি,সাবেক সভাপতি ও আহ্বায়ক, গোমস্তাপুর উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাইরুল ইসলামের জানাজার সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ঃ১০ মিনিটে ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছে।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার জানাজার নামাজ বুধবার বেলা ১১.৩০ মিনিটে আলীনগর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিএনপির নেতারা, এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য হারুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু,রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তৌকি,বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ,গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম , গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম, বিএনপি নেতা এম মজিদুল হক , ভোলাহাট উপজেলা সাবেক চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস , ভোলহাট উপজেলা বিএনপি'র সভাপতি, ইয়াজদানি জর্জ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সেক্রেটারি ড.মিজানুর রহমান,নিহতের ভাই সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।