মোঃ মিরাজ মোল্লা শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:
শেখ হাসিনার নাম বাদ দেয়ার পর এবার মাদারীপুরের শিবচর থেকে সরানো হচ্ছে বিশেষায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান ' বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি'। কর্তৃপক্ষের স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ই ডিসেম্বর) সকাল ১১ টায় শিবচরের সর্বস্তরের জনগনের আয়োজনে শিবচর উপজেলা পরিষদ অডিটরিয়ামের কুতুবপুর নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক স্থানান্তরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা হানজালা পীরজাদা বাহাদুরপুর।
সাংবাদিক সম্মেলনে হাফেজ মাওলানা হানজালা বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো যায়নি। আর এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কিছু অসাধু সচিব ও দুর্নীতিবাজ ঠিকাদাররা দেড় হাজার কোটি টাকার এই বিশাল অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট করার জন্য এই বিশাল প্রজেক্ট অন্যত্রে সরিয়ে নেয়ার চক্রান্ত শুরু করে দিয়েছে। কিন্তু তারা হয়তো শিবচর বাসীর সংগ্রাম ও সাহসের কথা ভুলে গিয়েছে। তাই তাদের জ্ঞাতার্থে আমরা এই শিবচরের গরীব-দুঃখী, অসহায়, দুস্থ-মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে বলে দিতে চাই, আমাদের শিবচরের তরুণ প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মাণাধীন প্রজেক্টকে অন্য কোথাও স্থানান্তর হতে দিবে না। প্রয়োজনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীতে আন্দোলন হবে, ছাত্রসমাজ যুব সমাজ সবাই আমরা এক প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করবো।
উল্লেখ্য, ২০২২ সালে নেয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির নানাখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২২ সালের ১ জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 'ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ৩১ জানুয়ারি।