স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের অন্যতম আধ্যাত্বিক পুরুষ হাযত রওয়া,মুশকিল কোশা, ফানাফিল্লা, বকাবিল্লা, হযরত শাহসুফী মাওলানা সৈয়্যদ মুহাম্মদ মজহারুল ইসলাম আল মাইজভান্ডারী প্রকাশ ইসলাম মওলা (কঃ) এর
৪২ তম বার্ষিক ওরশ শরীফ আহলা দরবার শরীফে আগামীকাল শনিবার ২৯ অগ্রহায়ণ ১৪ ডিসেম্বর,২০২৪ রোজ শনিবার নানান কর্মসূচি পালনের দ্বারা মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর ব্যবস্হাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচি হল, খতমে কোরআন, হযরত নবী করিম ( দ.), ছাহাবায়ে কেরাম ( রা:), এবং বিশ্ব মুসলিম জাহানের আউলিয়া কেরামগণ ও উক্ত দরবার শরীফের আউলিয়া পাক রুহসমূহের উপর ফাতেহা পাঠ, ওয়াজ নছীহৎ, জিকির, ছেমা, মিলাদ শরীফ, আখেরী মোনাজাত এবং ফজরের নামাজের পর তবরুক বিতরণ।
উক্ত মহতি ওরশ মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন আহলা দরবার শরীফ এর বর্তমান সাজ্জাদানশীন
পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম আল মাইজভান্ডারী ছাহেব কেবলা (মঃজিঃআ)
ওরশ শরীফ এর সার্বিক তত্বাবধানে থাকবেন
আহলা দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ ছাহেব আল মাইজভান্ডারী।
এতে সকল ভক্ত, আশেকান ও সংশ্লিস্টদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য মোন্তাজেম এ দরবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।