মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী’র আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৪ খ্রি: অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে এ্যাসোসিয়েশন’র ২৭ টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
কিন্ডারগার্টেন’র প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
দুই পর্বে মোট চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে আজ প্রথম পর্বে বাংলা, ইংরেজি বিষয় ২০০ নম্বরের অনুষ্ঠিত হয়।
আগামীকাল শনিবার বিজ্ঞান ও গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঈশ্বরদী উপজেলা প্রসাশন’র সার্বিক সহযোগীতায় ও আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন ঈশ্বরদী’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাইদ এর ব্যাবস্থাপনায় বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি ও অনার্স কলেজ’র সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী’র সভাপতি রিয়াজুল করিম, কেন্দ্র সচিব গোলাম আজম খাঁন এ্যাসোসিয়েশন এর সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হেনা, পরীক্ষা বিষয়ক সম্পাদক আফসার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক নওরোজ লিটন, সদস্য, শাহজাহান আলী, তোফায়েল আহমেদ, ফিরোজুল ইসলামসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধানশিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষা হলের বাহিরে অপেক্ষারত শিক্ষার্থীর রোজিনা খানম জানান,আমার ছেলে দ্বিতীয় বারের মতো পরীক্ষা অংশ দিচ্ছে ওর প্রস্তুতি ভালো ছিল আশা রাখছি ফলাফল ভালো হবে। পরীক্ষার কেন্দ্রের সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা শেষে অক্সফোর্ড চাইল্ড একাডেমির একাডেমির শিক্ষার্থী সাফিয়া তাসনিম বলেন, প্রশ্নপত্র বোর্ড বই থেকে হওয়ায় খুব ভালো হয়েছে প্রথমে ভয় ভয় লাগলেও সময় ঠিক রেখে খাতায় লিখেছি সুন্দর করে আশা করছি ভালো ফল পাবো।পরীক্ষা কেন্দ্রের পাশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল।