তালাত মাহামুদ বিশেষ
প্রতিনিধি ।
নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস লাইন ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও উপ-কমিটির সদস্য নুর উদ্দিন মোল্লার বিরুদ্ধে। গত ১২ ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন স্টার সিএনজি পাম্পে অভিযান চালিয়ে চোরাই গ্যাস লাইন ব্যবহার করে কন্টেইনারে গ্যাস বিক্রির ঘটনা হাতেনাতে ধরে ফেলে।
অভিযানের সময় পাম্পের কর্মচারীরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। তারা আরও দাবি করেন, পাম্পের মালিক নুর উদ্দিন মোল্লা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারে না।
উল্লেখ্য, এর আগেও এই পাম্পে চোরাই গ্যাস লাইন ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছিল। তবে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে নুর উদ্দিন মোল্লা সেই অভিযোগ মিটমাট করেন।
ছাত্র-জনতার চাপের মুখে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও রহস্যজনক কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেনি। এ বিষয়ে তিতাস গ্যাসের ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, “নুর উদ্দিন মোল্লা আগেও চোরাই গ্যাস ব্যবহার করেছেন। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্টার সিএনজির মালিক নুর উদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ছাত্র-জনতা নুর উদ্দিন মোল্লার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছে, তিনি আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে এখনো চোরাই সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।