আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজিপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক (রুমান) সহ আরো বেশ কয়েকজনের নামের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল-পূর্ব পথসভায় বক্তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। গত বৃহস্পতিবার রাতে ফাইজুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে শ্রীপুর থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে। ফাইজুলও জেলা যুবদলের সদস্য। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির একজন বাদী হয়ে মামলা করেছেন। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। আরিফুল ইসলাম সরকার বলেন, কোনো তদন্ত ছাড়াই পুরোনো একটি মিথ্যা অভিযোগে মামলা রুজু করেছে শ্রীপুর থানা।এটি সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট এটা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।