ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে একটি ডায়াবেটিস বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা এবং ফ্রী ডায়াবেটিস ক্যাম্প এর আয়োজন করা হয়। নেত্রকোনার ছোট বাজারে অবস্থিত সুনেত্র ডায়াগনস্টিক সেন্টারে উক্ত বৈজ্ঞানিক কর্মশালা এবং ফ্রী ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উপদেষ্টা এবং অন্যতম পৃষ্ঠপোষক Halim Khan ডা. এম এ হালিম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আল-আমিন ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সদস্য সচিব ডা. আব্দুস সাত্তার এবং নেত্রকোনা জেলার এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর আবদুল ওয়াদুদ খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আওলাদ হোসেন।
অনুষ্ঠান নেত্রকোনার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে একটি পিঠা উৎসব এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
উল্লেখ্য ,আগামী ২৫ ডিসেম্বর , ২০২৪ নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে চিরাম ইউনিয়নে অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে একটি প্রতিযোগিতামূলক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম , দ্বিতীয় এবং ৩য় স্থান অধিকারীকে আকর্ষণীয় শিক্ষাবৃত্তি এবং মূল্যবান উপহারসামগ্রী প্রদান করা হবে।
অংশগ্রহনকারীরা সবাই পাবে শুভেচ্ছা উপহার।
নবগঠিত নেত্রকোনাস্থ চিরাম ইউনিয়ন কল্যাণ ফোরাম দল-মত ,জাতি-ধর্ম নির্বিশেষে চিরাম ইউনিয়নসহ বারহাট্টা এবং নেত্রকোনার সার্বিক কল্যাণে কাজ করে যাবে বলে অভিপ্রায় ব্যক্ত করেন ফোরামের সভাপতি , সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।