শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
শনিবার ১৪ডিসেম্বার দুপুরে
ইসমাইল আনুষ্ঠান ও শলোক নেছা বিবি পুকুর ঘাট
আন্দুলিয়া শুভ উদ্বোধন করলে ঈশারা বিনতে ইসলাম
আয়োজনে: সোনামুখ পরিবার
ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প
সখিনা আলী সেবা প্রকল্প
এ এম কামরুল ইসলাম সোনা মুখ পরিবার পরিচালকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,
ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মাসুদ রানা, ডুমুরিয়া রঘুনাথপুর ইউনিয়নের ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান,
ডুমুরিয়া বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুন্জি, এস এম নূরুল ইসলাম, ইংলিশ প্রশিক্ষক: সৌমেন মন্ডল,
অধ্যাপক হাফিজুর রহমান, মোঃ ঝিন্নাত আলী, সাংবাদিক সোহেল আহমেদ, সহ অনেক উপস্থিত ছিলেন।।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের ঐতিহ্যবাহী ইসমাইল আকুন্জীর পুকুর পাড়ে প্রাকৃতিক পরিবেশে শুরু হয়েছে ছয় দিন ব্যাপি ইংলিশ অলিম্পিয়াড।
শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান সোনামুখ পরিবারের আয়োজনে গত ১০ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। উত্তর ডুমুরিয়ার ২২ টি স্কুলের ২০০ বাছাইকৃত ছাত্র ছাত্রীদের সকল বিষয়ে পারদর্শী করার লক্ষ্যে সোনামুখ পরিবার এই মহতি উদ্যোগ গ্রহন করেছে। অনুষ্ঠানটি অনলাইনে শুভ উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যাংকার ঈশারা বিনতে ইসলাম। ছয় দিনে অংশগ্রহণকারী সকল ছেলেমেয়েদের ইংরেজিতে কথা বলা শিখানোর দায়িত্ব নিয়ে পাঠদান করছেন বিশিষ্ট ইংরেজি শিক্ষক সৌমেন মন্ডল। তিনি এ উপলক্ষে SPEAK ENGLISH WITH SONAMUKH নামে ৪০০ পৃষ্ঠার একটি চমৎকার সহজবোধ্য স্পকেন ইংলিশ বই লিখেছেন। ছাত্র ছাত্রীরা অত্যন্ত মনোযোগ সহকারে প্রাকৃতিক পরিবেশে শিক্ষা গ্রহন করছে। প্রত্যেক শিক্ষার্থীকে সোনামুখ পরিবারের পক্ষ থেকে একটি উলেন চাদর, খাতা উপহার দেওয়া হয়েছে এবং প্রতিদিন নাস্তা সরবরাহ করা হয়। সাথে সাথে অনুষ্ঠিত হয়েছে শীতের পিঠা উৎসব।
একই সাথে ছাত্র ছাত্রীদের মানবিক ও নৈতিক শিক্ষা প্রদান করেন অধ্যাপক ড. শাহ আলম ও মিসেস তাছলিমা বেগম।
একই স্থানে সোনামুখ পরিবারের উদ্যোগে আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলা অলিম্পিয়াড। এই দুই দিন প্রমিত বাংলা উচ্চারণ ও অনুশীলন শিক্ষা দিবেন বিশিষ্ট বাংলা বিশেষজ্ঞ অধ্যাপক ড. সন্দীপক মল্লিক।
এর আগে সোনামুখ পরিবারের পক্ষ থেকে এইসব ছেলেমেয়েদেরকে গত ৮ ও ৯ নভেম্বর শাহপুর বাজার সংলগ্ন ভেটেরিনারি কলেজ অডিটরিয়ামে বাংলা ও ইংরেজি হাতের লেখা, উপস্থাপনা, বক্তৃতা, মানষিক দৃঢতা,আত্মবিশ্বাস, কবিতা ও গল্প লেখার উপর দুই দিনের কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট বিশেষজ্ঞ নূরুজ্জামান ফিরোজ। ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সচেতন করার ব্যবস্থা ছিল।
শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা।