জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে যুক্তরাজ্য প্রবাসীর বসতবাড়ীতে ঘর নির্মাণে বাধার অভিযোগে বিরোধী পক্ষের একজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। জানাগেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়ার ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত চানু মিয়ার স্ত্রী যুক্তরাজ্য সৈয়দা সুরাইয়া জিম্মাদারের বসতবাড়ীর ঘর নির্মার্ণে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জাবিছ জিম্মারসহ তার লোকজন দীর্ঘদিন ধরে বাধা প্রদান করেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী সৈয়দা সুরাইয়া জিম্মাদার। প্রবাসী সৈয়দা সুরাইয়া জিম্মাদার জানান, আমি সন্তানদেরকে নিয়ে যুক্তরাজ্যে জীবন জীবিকার তাগিদে অধিকাংশ সময় প্রবাসে অবস্থান করি। আমার বসতবাড়ীতে নতুন ঘর নির্মাণে আওয়ামী লীগ নেতা জাবিছ জিম্মাদার সহ তার লোকজন আমাদের ঘর নির্মাণে বাধা দেওয়ার কারনে ঘরটি সম্পন্ন করতে পারছিনা। আমার জায়গায় আমার ঘর নির্মাণে জাবিছ সহ তার লোকজন বাধা দিয়ে আমাকে বার বার হয়রানি শিকার করছে। আমাদের জায়গা-জমি দখলে পায়তারায় লিপ্ত। আমি বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই। এ বিষয় আমি আইনের আশ্রয় গ্রহন করি। জানাগেছে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য সৈয়দা সুরাইয়া জিম্মাদারের বসতবাড়ীর ঘর নির্মাণে কাজ চলা কালে আওয়ামী লীগ নেতা জাবিছ জিম্মাদারের লোকজন কাজে বাধা দিলে খবর পেয়ে থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা জাবিছ জিম্মাদারের ভাই জাহাঙ্গীর জিম্মাদারকে আটক করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর জিম্মাদারকে বৃহস্পতিবার (১২) ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।