মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এক মাত্র খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা দোকান ঘর এবং দেয়াল নির্মাণ করে দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসির পক্ষে মোঃ কাওসার আলী ও মোঃ জিয়াউল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, বেতুয়ান গ্রামের মৃত ময়েন মোল্লার ছেলে মোঃ গেলাম নবীর ২৪৪৭ দাগের পূর্ব পাশে ২৪৪৮ দাগে বেতুয়ান খেলার মাঠের ১ একর ৩২ শতক জায়গায় একটি খেলার মাঠ রয়েছে। বেতুয়ান মৌজার ২৪৪৮ দাগে ১ একর ৩২ শতক জায়গাটি মুলত এই মাঠ।
বেতুয়ান গ্রামের মোঃ জিয়াউল হক বলেন, ‘দখলদারকে উচ্ছেদ করে মাঠটি খেলার উপযোগী করতে আমরা আবেদন করেছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পঁশ্চিম পাশ দিয়ে দোকান ও দেয়াল নির্মাণ করে মোঃ গোলাম নবী ও মোঃ গোলাম ফারুক মাঠের অন্তত অর্ধেক জায়গা দখল করে রেখেছে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।