বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ১৪ই ডিসেম্বর ২০২৪ইং তারিখ রোজ শনিবার
শ্রীমঙ্গল থানার এসআই/সজীব চৌধুরী, এএসআই/মোঃ জামাল উদ্দিন, এএসআই/মোঃ ইয়াকুব আলী, এএসআই/মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ৫৬৩/২৪(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। হারুন মিয়া, পিতা-মৃত আজিজ মিয়া, ২। রাখাল হাজরা, পিতা-মৃত দুখুয়া হাজরা, ৩। সঞ্জীত তাঁতী, পিতা-মৃত সর্বান্দ্র তাতী, ৪। কালী চরন হাজরা, পিতা-মৃত রাজেন্দ্র হাজরা, সর্বসাং-হোসনাবাদ চা বাগান,থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।