আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি:
নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনি সৈকত বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ভাল এবং সচ্ছ রাজনীতি করে বিধায় ফ্যাসিষ্ট হাসিনা সরকারের শত জুলুম,অত্যাচার,সহ্য করেও এ দলটি টিকে আছে।
গতকাল ১৩ ডিসেম্বর(শুক্রবার) মাগরিব নামাজ বাদ নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ী ইউনিয়নের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। ৫নং জলাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন,জনাব তারেক রহমান চেয়েছেন সুন্দর একটি দেশ গড়তে। আমরা তার আশা বাস্তবায়নের জন্য সচ্ছ ও গনতান্ত্রিকভাবে এ জলাবাড়ী ইউনিয়নে সুন্দর একটি কমিটি উপহার দিব।
তিনি আরো বলেন, হাসিনা সরকার অনেক চেষ্টা করেছে বিএনপিকে ভাঙার জন্য। এজন্য দিনের পর দিন মামলা,হামলা,ঘুম,খুন গ্রেফতার চালিয়েছে। সর্বশেষ গত ৫ আগষ্টে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়েছে। সেখানে হাজার হাজার ছাত্র জনতা মারা গেছেন। আমাদের দলীয় নেতা-কর্মীরা মারা গেছেন। তারপরও শত চেষ্টাতেও সে টিকে থাকতে পারেনি। তার পতন অনিবার্য হয়ে গেছে। সে যেটা করেছে তার ফল পেয়েছে। এখনও পাচ্ছে। তারপরও এখনো সেই হাসিনা সরকার দেশকে নষ্ট করার জন্য ভারতে বসে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, তার ওখানে থাকার কথা না। তার আসতে হবে আন্তর্জাতিক আদালতে সেখানে তার বিচার হবে। বিচারে ফাসি হবে।
এসময় তিনি আরো বলেন, যারা দীর্ঘ সতের বছর হাসিনার নির্যাতন জুলুম সহ্য করে মাঠে ছিল। কেন্দ্রীয় ঘোষিত সকল সম্মেলন বাস্তবায়ন করেছে গনতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলে আগে তাদের মূল্যায়ন করব।
জলাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ফরাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমাম আকন,ইমতিয়াজ আহমেদ সোহাগ,মুশফিকুর রহিম সোহেল,রাজিব রায়হান, যুবদল নেতা আব্দুর রহিম, মারুফ তালুকদার, আতিক হাসান সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সহ সহযোগী অংঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যে রাখনে।