মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক : কিছুদিন আগের কথা। বিএনপি করার কারণে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হন এক ব্যক্তি। এবার হামলাকারীরা বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, নওগাঁ সদর থানার সাহাপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুস সাত্তার ওরফে ছাতু মেম্বারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে রফিককে তিন নাম্বার আসামি বানিয়ে গ্রেফতারের অভিযোগ উঠেছে। মামলাটি জি আর নং ৪৮৫। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।
এ ব্যাপারে আসামির বাবা ছাতু মেম্বারে অভিযোগ করেন ,আমরা পুরো পরিবার বিএনপি করি। আমার ছেলেকে আসামি বানিয়ে মামলা দেওয়ায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে উক্ত ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। গত ১৭ই মে ২০২৪ সালে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক দলগত কারণে তিনি হামলার শিকার হন। তিনি দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যখন এ ঘটনাটি ঘটে তখনো তিনি পুরাপুরি সুস্থ নন। তার দ্বারা এমন কাজ করা অসম্ভব। এখন পর্যন্ত সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে নাই।
এলাকাবাসী আরো জানান, সে একজন বিএনপি’র নিবেদিত কর্মী। সে বিএনপি করত বলেই তার উপর হামলা চালানো হয়। এখন তাকে আওয়ামী লীগ সাজিয়ে মামলা দিয়ে জেলে পাঠানো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব তিনি আদালতে ন্যায়বিচার পাবেন।
তাকে যেন অতি দ্রুত মুক্তি দেওয়া হয় এমনটি আশা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।