মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেছেন, সবাই নির্বাচন চায়। গণতান্ত্রিক নির্বাচন চায়। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই নির্বাচনে রূপরেখা ঘোষণা করুন এবং নির্বাচনে কাজ শুরু করুন। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। জনগণ ক্ষেপে যাওয়ার আগেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন এবং নির্বাচনের ব্যাবস্থা করুন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পৌর ৩ নং ওয়ার্ডের জালেশ্বর এলাকায় মেয়র প্রার্থী খোরশেদ আলমের সমর্থনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাদের আপাই পালিয়ে গেছে, ফাঁসি কে দিবে। যারা অন্যায় করেছেন রেডী হন। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছেন তাদেরই ফাঁসি হবে। আপনারা জুলুম করবেন না। জননেতা তারেক রহমান আমাদের এ শিক্ষা দেয়নি। তারেক রহমান আমাদের সত্যের পক্ষে চলার শিক্ষা দিয়েছেন। আমরা কোন অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয়ও দেবো না।
তিনি আরো বলেন, আপনারা এ ধরনের অন্যায় করবেন না। নয়ত আমি কিন্তু আপনাদের চিনবো না। এমন কাজ করা যাবে না যার জন্য বিএনপির সম্মান নষ্ট হয়। এমন কাজ করতে হবে যেন তারেক রহমানের সুন্দর বাংলাদেশ গড়ার পথ সুগম হয়।