মোঃ আলী শেখ , স্টাফ রিপোর্টার :
মাদারীপুরে রাজৈর উপজেলার শাখারপাড় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর মেগা ফাইনাল খেলায় ট্টাইব্রেকারে ৭/৬ গোলে গোপালগঞ্জের ভাজন্দী শিকদার একাডেমিকে হারিয়েছে রাজৈরের লুন্দী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। এ খেলায় নাইজেরিয়া ও সেনেগাল থেকে হায়ার করা হয় কয়েকজন খেলোয়াড়। ম্যাচটি এতোটাই প্রতিদন্দীপূর্ণ ছিলো যে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। খেলা উপভোগ করতে আসপাশের জেলা ও উপজেলা থেকে প্রায় দশ পনের হাজার মানুষ ভিড় করেন।
(১৪ ডিসেম্বর শনিবার) বিকেলে রাজৈর উপজেলার শাখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা হয়। অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন। খেলা উপলক্ষে মাঠকে বর্ণিল রূপে সাজিয়ে তোলা হয়েছিল। আয়োজক কমিটির সদস্যরা জানান, সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখতে শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করেছে।
ফাইনাল খেলায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত লে- কর্নেল সরোবর হোসেন মোল্লা, বঙ্গবন্ধু ল কলেজের গর্ভনিং সভাপতি এ্যাড: জামিলুর রহমান মিঠু, ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মোল্লাসহ আরো অনেকেই প্রমূখ।