ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ বারহাট্টা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস । কর্মসূচির মধ্য ছিল পুষ্পস্তবক অর্পণ,পতাকা উত্তোলন, মোনাজাত, মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও সংবর্ধনা এবং বিজয় মেলা।
১৬ ডিসেম্বর শনিবার বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,বারহাট্টা থানা পুলিশ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদ অডিটরিয়ামের মাঠে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।