বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ব্যপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পণ,সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টা থেকে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হতে থাকে। কয়েক সহস্র লোকের সমাগমে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিনত হয়। পরবর্তীতে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের যৌথ সঞ্চালনায়,উপজেলা বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান। আলোচনা সভা শেষে আবুল হোসেন খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জুয়েল শিকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), পৌর বিএনপি নেতা আলিম জোমাদ্দার, কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদল আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।